নীলফামারী শহরের কালীতলা বাস টার্মিনাল সংলগ্ন শ্রী শ্রী বিষ্ণু মন্দিরের সামনের খোলা জায়গাটি দখলমুক্ত রেখে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। এই সমস্যা সমাধানে তারা সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এই দাবি উত্থাপন করেন।
প্রার্থনা সভায় ভক্তরা অভিযোগ করেন, মন্দির সংলগ্ন আনসার ও ভিডিপি ক্লাব কর্তৃপক্ষ একতরফা সিদ্ধান্তের মাধ্যমে মন্দিরের সামনের খোলা জায়গাটি ঘিরে ফেলার উদ্যোগ নিয়েছে। এই জায়গাটি ঘিরে ফেলা হলে ধর্মীয় উৎসব, পূজা-পার্বন ও সামাজিক অনুষ্ঠান পালনে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। মন্দিরের জায়গা সংকুচিত হওয়ার আশঙ্কায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা মনে করছেন, এ ধরনের সিদ্ধান্ত দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শ্রী শ্রী বিষ্ণু মন্দিরের সভাপতি তুষার কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম সেপু, জেলা কৃষক দলের সভাপতি মগ্নি মাসুদুল আলম দুলাল এবং বিএনপি নেতা রেদওয়ানুল বাবু। এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রার্থনা সভায় বক্তারা বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভা শেষে তাঁর বিদেহী আত্মার শান্তি ও পরকালীন মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা ও আরাধনা করা হয়। এ সময় সনাতনী নেতৃবৃন্দ তাদের সমস্যার কথা তুলে ধরলে বিএনপি নেতা তুহিন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস প্রদান করেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com