নীলফামারীতে মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

​নীলফামারী প্রতিনিধি।

নীলফামারী সদর উপজেলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা মাস্টারপাড়া শ্রী শ্রী হরিমন্দির প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

​ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত এই প্রকল্পের আওতায় কানিয়াল খাতা মাস্টারপাড়া মন্দিরের দরিদ্র ও শীতার্ত শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ।

​শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। তীব্র শীতে যেন কোমলমতি শিশুদের পাঠদান ব্যাহত না হয়, সেজন্য এই শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মোঃ হামিদুর রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার অনুপ কুমার কুন্ডু, পরিতোষ রায়, সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উল্লেখ্য, নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রাক-প্রাথমিক ও নৈতিক শিক্ষা প্রদান করা হচ্ছে, যা স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী শিশুদের ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরো দেখুনঃ