হিমালয়ের পাদদেশ নীলফামারী তে গুড়ি গুড়ি বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আকাশের কারনে সবচেয়ে বেশি বিপদে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এ জেলায় এখনও শীতের তিব্রতা মানুষকে কাবু করতে না পারলে ও বিপাকে ফেলেছে শ্রমজীবী দের।
গত ২ দিন বুধও বৃহস্পতিবার রাতে গুড়ি গুড়ি বৃষ্টি আর উত্তরের হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে এ এলাকার জনপদ। গত ২ দিন ধরে সূর্যের দেখা না মেলায় শীতে কাবু হয়ে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
আর জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এদিকে শীতের তীব্রতায় বাড়ার সাথে সাথে জেলার হাসপাতাল গুলোতে বৃদ্ধি পেয়েছে শীত জনিত রোগে আক্রাত রোগির সংখ্যা।
বুধবার ১৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানায়, তাপমাত্রা বাড়লেও উত্তর-পূর্ব দিক থেকে আসা হিম শীতল বাতাসের কারণে জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।
আয়েশা আক্তার/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com