নীলফামারীর ডিমলা উপজেলায় এজাহার ভুক্ত একটি মামলার পলাতক আসামি আব্দুর রহমান খাচ্চু পুলিশের গাড়ির শব্দ শুনে আত্মগোপন করতে গিয়ে হার্ট এটাকে তার মৃত্যু।
ঘটনাটি ঘটেছে শনিবার (৮-অক্টোবর) ভোররাতে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে।
নীলফামারীর ডিমলায় পুলিশের এজাহারভুক্ত একটি মামলার পলাতক আসামি আব্দুর রহমান খাচ্চু (৯০) ঘুমন্ত অবস্থায় ভোররাতে মোটরসাইকেলের শব্দ শুনে তারাহুর করে বাড়ির পিছনে আত্ন গোপন করার সময় হার্টঅ্যাটাকে বৃদ্ধের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ লাইসুল ইসলাম জানান পুলিশ কোন আসামি ধরতে যাইনি এবং এরকম কোন ঘটনা জানা নেই।