সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পুটিহারি মাঝপাড়া এলাকায় একটি বাড়ি ঘেরাও করে জঙ্গী সন্দেহে ৫ জনকে আটক করেছে র্যাব ১৩। র্যাবের একটি চৌকস দল অভিযানে অংশগ্রহণ করে। রংপুর থেকে র্যাবের বোমা ডিস্পোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
এর আগে শনিবার (৪ ডিসেম্বর) ভোর থেকে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পুটিহারি মাঝপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িটি ঘেরাও করে রাখে র্যাব। অভিযানের সময় র্যাব একটি আই ই ডি সদৃশ্য বিস্ফোরক শনাক্ত করে। বোম ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করেছে।
বাড়িতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। এরা হলেন অহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামু, জাহিদুল ইসলাম, ওয়াহেদ আলি ও নুর আমিন। তারা সকলেই সোনারায় পুটিহারি এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী র্যাব সিপিসি ২ ক্যাম্পের সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ। এ বিষয়ে বিস্তারিত বিকাল তিনটায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন র্যাব কর্তৃপক্ষরা।