জেলার বড় মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতির( পুনাক) এর আয়োজনে পুনাক তাঁত শিল্প ও পণ্য মেলা-২০২২ উদ্বোধন হয়েছে। নারী কল্যাণ সমিতির সভাপতি তাসমিয়া জান্নাতের সভাপতিত্বে উক্ত মেলার ভার্চুয়ালে শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন নীলফামারী- ২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি।
শনিবার (২জুলাই) বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুনাক ও মেলা আয়োজক কমিটির প্রধান পৃষ্ঠপোষক পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা লেডিস ক্লাবের সভাপতি ফারহানা বিনতে আজিজ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, নীলফামারী টাউন ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল প্রমুখ।
মেলায় ৯০ টি স্টল রয়েছে, প্রবেশ মূল্য ২০ টাকা । শিশু-কিশোরদের দৃষ্টি আকর্ষণ করতে মেলায় রাখা হয়েছে বিভিন্ন রাইড।