নীলফামারীতে সরকারি চাকুরীজীবিদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি
সুভাষ বিশ্বাস, নীলফামারী
কর্মচারীদের জাতীয় বেতন স্কেলের ১১-২০ গ্রেডের সরকারি চাকুরীজীবিদের বেতন বৈষম্য নিরসনসহ ৭ দফা দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ (শনিবার ১ অক্টোবর) সকাল ১১টায় নীলফামারী স্মৃতি অম্লান চত্ত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
মোঃ সেলিম আকতার এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লা আল মুকিত সৌরভ, সাংগঠনিক সম্পাদক মোঃ মুনির, সাহিন প্রমূখ। বক্তরা পে কমিশন গঠন পূর্বক বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তবর্তীকালীন সময়ে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষনা অনুযায়ী ১০ম ধাপে বেতন স্কেল নির্ধারনসহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বেতন জ্যেষ্ঠতা পূনঃবহাল এবং সকল স্বয়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচ্যুইটির পরিবর্তে পেনশন প্রবর্তনসহ বিদ্যামান প্রাচ্যুইটি/আনুতোষিকের হার ৯০% এর স্থলে ১০০% নির্ধারণ ও পেনশন গ্রাচ্যুইটি ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণসহ বক্তরা আরোও বলেন, বাজার মূল্যের উর্দ্ধগতি ও জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সাথে সমন্বয় পূর্বক সকল ভাতাদি পূণনির্ধারণ করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ করার জোর দাবি জানান।