বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সাইকেল চালিয়ে হাজারো যুবকের অনুপ্রেরণা জুগিয়েছে আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।র্যালির উদ্বোধন করেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এম পি। এর আয়োজন করে সদর উপজেলা আওয়ামীলীগ র্যালিতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান সহ অন্যান্যরা উদ্বোধনের সময় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, এটি শুধু র্যালি নয়, একটি আমাদের চেতনার বহিঃপ্রকাশ। আমরা একটি মুক্তিযুদ্ধের মাধ্য দিয়ে দেশ স্বাধীন করেছি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়ে সাত কোটি বাঙ্গালী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। ৩০লক্ষ শহীদ তাদের রক্তে রঞ্জিত আমাদের জাতীয় পতাকা বিএনপি জামাত সরকারের সময় অভাবের কারণে নীলফামারীর গোড়গ্রামে নবকান্ড নামে একজন বীর মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছিলেন। সেই মঙ্গা আজ ইতিহাসে নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।