বাংলাদেশ স্কাউটস নীলফামারী সদর উপজেলায় সম্পাদক হিসেবে আতাউর রহমান ও কমিশনার হিসেবে গোলাম মোস্তফা খোকন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার জেলা শিল্পকলা অডিটোরিয়ামে ত্রি—বার্ষিক সম্মেলনে তারা নির্বাচিত হন। এরআগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন সহকারী কমিশনার(ভুমি) মফিজুর রহমান।
খোকশাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার, বাংলাদেশ স্কাউটস জেলা সহ—সভাপতি মজিবুর রহমান। প্রসঙ্গত উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার উপজেলা স্কাউটসে পদাধিকার বলে সভাপতি হয়ে থাকেন।
আয়েশা আক্তার/অননিউজ24