বড় ভাইয়ের মটরসাইকেল নিয়ে ঘুড়তে বেড়িয়ে লাশ হয়ে ফিরলো নয়ন রায়(১৬)। আজ সোমবার সকাল ১০টায় নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের ফুলতলা বাজার নামক স্থানে দুই বন্ধু নয়ন রায় ও সোহেল সৈয়দপুর অভিমুখে মটরসাইকেল হেলিয়ে দুলিয়ে চালিয়ে যাচ্ছিল।
অপরদিক থেকে আসা ব্যাটারী চালিত অটোরিক্সাটিকে সামনা সামনি সজরে ধাক্কা মারলে নীলসাগর ক্যাডেট একাডেমীর দশম শ্রেনীর ছাত্র নয়ন রায় ঘটনাস্থলেই নিহত এবং অপর বন্ধু কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র সোহেল গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহত সোহেলকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। অটোরিক্সা চালক খবির(৩৫) প্রাথমিক চিকিৎসা গ্রহন করে।
নিহত নয়ন রায় সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দোলাপাড়া গ্রামের শশধর রায় এবং আহত সোহেল শহরের পূর্ব কুখাপাড়ার জিল্লুর রহমানের পুত্র।