নীলফামারীতে হেদায়েতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের গাবেরতল নামক স্থানে সোমবার ভোররাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেদায়েত আলী শাহ্ ফকিরের(আনারস) নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও অফিসের চেয়ার ভাংচুর করে ভীতিকর পরিবেশ তৈরী করার অভিযোগ উঠেছে।

চেয়ারম্যান প্রার্থী হেদায়েত আলী শাহ্ ফকির অভিযোগ করে জানান, ইটাখোলা ইউনিয়নের মানুষের ১২ বছর পর ভোটাধীকার ফিরিয়ে এনেছি। পৌরসভার সাথে সীমানা জটিলতার কারনে দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল ইউনিয়নবাসী।

নির্বাচন কমিশন সপ্তম ধাপে দীর্ঘ ১২ বছর পর আগামী ৭ ফেব্রুয়ারী ভোট গ্রহনের তফশিল ঘোষনা করে, এরপর একটি কুচক্রিমহল আবারো ভোট বন্ধের পায়তারাসহ আমার ভোটারদের হুমকি প্রদান করছে। এরই অংশ হিসেবে আমার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগসহ অফিসের চেয়ার ভাংচুর করে আমাকে দাবিয়ে রাখতে চায়।

আরো দেখুনঃ