মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন অনুষ্ঠানিকভাবে নীলফামারীতে কর্মরত ১৩ জন সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর করোনাকালীন প্রণোদনার ১০ হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মোঃ শামসুল ইসলাম দৈনিক ভোরের কাগজ, কাজী মাহবুবুল সম্পাদক দৈনিক নীল কথা, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও চাঁদনী বাজার প্রতিনিধি সুভাষ বিশ্বাস , দৈনিক করোতোয়া ও এটিএন নিউজ মিল্লাদুর রহমান মামুন , মোঃ জসিম উদ্দিন দৈনিক আজকের পত্রিকা , গোলাম রব্বানী বিজয় টিভি, নুরে আলম দৈনিক নীল কথা, ফারহানা মাহবুব নীল কথা, মোহাম্মদ কামরুল হাসান কল্লোল ভোরের কাগজ, রবিউল ইসলাম নীলকথা , আহসান হাবিব দৈনিক পরিবেশ, লোকমান হোসেন দৈনিক আলো দিগন্ত। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।