সুভাষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি। নীলফামারী বড় বাজার ট্রাফিক মোড়ে একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ইয়াবার বড় একটি চালান উদ্ধার করেছে এন্টি টেরিজম ইউনিট। এতে সহায়তা করে নীলফামারী থানা পুলিশ।
শুক্রবার রাত নয়টার দিকে শহরের বড়বাজার ট্রাফিক মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ঢাকা মেট্রো-ঘ- ১৩-০৯৩৩ মাইক্রোবাসটি সিলেট থেকে আসছিলো। এ সময় মাইক্রোচালক ইমরান হোসেনকে আটক করা হয়। সে রফিকুল ইসলামের ছেলে।
তবে প্রাথমিক ভাবে জানা গেছে চালানে এক লাখ ইয়াবা রয়েছে। নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউফ বলেন, এন্টি টেরিজম ইউনিট এই অভিযান পরিচালনা করে। আটক ড্রাইভারের কাছে তথ্য সংগ্রহের কাজ চলছে।
আয়েশা আক্তার/অননিউজ24