ক্যানেলে ভাসছিল নবজাতক ৯৯৯ ফোন পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি (রবিবার ১১ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর চিলাহাটি ভোগডাবুড়ী ইউনিয়নে মকবুলের ডাঙ্গার ক্যানেলের পানিতে একটি নবজাতক শিশু ভাসতে দেখে এলাকা বাসী জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে ৮ মাস বয়সি নবজাতকের লাশ উদ্ধার করে। পুলিশ ও এলাকা বাসী ধারনা করছে কোন মা তার সদ্য ভূমিষ্ট সন্তান কে ক্যানেলে ফেলে পালিয়ে যায়।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আব্দুল সালাম জানিয়েছেন, এলাকার মানুষ ৯৯৯ ফোন দিলে আমি সহ এএস আই সুফিয়ান ঘটনা স্থলে গিয়ে নবজাতকের লাশ নিয়ে এসে ডোমার থানায় হস্তান্তর করি, তিনি আরো জানান মায়ের পেটে ৮ মাস থাকার পর আজ ক্যানেলে পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায় মা। মামলা হবে।