সোমবার নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন ও কুন্দুপুকুর ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইটাখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী হেদায়েত আলী শাহ ফকির ৯০৬৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাহার নিকটতম প্রতিদন্দি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নৌকা প্রতিকের মোঃ হাফিজুর রশিদ প্রামানিক (মঞ্জু)।
তার প্রাপ্ত ভোট ৬২৯৩, ৯ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৩৭২। অপর দিকে কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সাংগঠিক সম্পাদক আবুল কালাম আজাদ নৌকা প্রতিক নিয়ে ৭১২৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাহার নিকটতম স্বতন্ত্র প্রতিদন্দি প্রার্থী চশমা প্রতিকে মোঃ গোলাম মোস্তফা ৫০৯৬ ভোট পেয়েছেন ৯ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৯২২। উল্লেখ্য দীর্ঘ ১২ বছর পর এই দুই ইউনিয়নে ৭ ফেব্রুয়ারী ভোট অনুষ্ঠিত হল।