নীলফামারী প্রতিনিধি
জলঢাকা উপজেলার পূর্ব বালা গ্রামের হরি মন্দিরের সামনে (২২ সেপ্টেম্বর শুক্রবার) সন্ধ্যার সময় ৪০০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে জলঢাকা থানা পুলিশ।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪০০ বোতল আমদানি নিসিদ্ধ ফেন্সিডিল সহ ডিমলা উপজেলা ছোট রাউতা চাপানি এলাকার আব্দুস সাত্তারের ছেলে সামিনুর ইসলাম (৩২) ও গয়া বাড়ি ইউনিয়নের মৃত আব্দুল জব্বারের ছেলে মাহবুবার রহমান আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। মামলার প্রস্তুতি চলছে, আগামীকাল কোটের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে ।