সদর উপজেলার টুপামারী ইউনিয়নের মুন্সিপাড়ায় (১১ ফেব্রুয়ারি) শনিবার রাত ৯ টায় দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ৫ টি পরিবারের ১১ টি বসত ঘর পুড়ে যায়। এতে নুর ইসলামের ছেলে মমিনুর ইসলামের ২ টি বসত ঘড় ও একটি রান্নার ঘর, নছমুদ্দিনের ছেলে একরামুলের দুইটি বসত ঘর ও একটি রান্না ঘর,নছমুদ্দিনের ছেলে নুর ইসলামের দুইটি বসত ঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়।
নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী এর সিনিয়র স্টেশন অফিসার, মোঃ মিয়ারাজ উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি, এলাকায় আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় আমাদের একটু বেগ পেতে হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্র পাত বলে ধারনা করা হচ্ছে। আনুমানিক ক্ষয়ক্ষতি পরিমান ১০ লাখ টাকা।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com