নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বেলায়েত হোসেন ও তার সহধর্মিণী লুবনা ইয়াসমিনসহ বাসার আয়া করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে হাসপাতালে রেপিড এন্টিজেনে নমুনা টেস্ট করার পর তার করোনা পজিটিভ আসে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সহধর্মিণী করোনা পজিটিভ হয়েছেন। তারা সরকারী বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় আইসোলেশনে আছেন।
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার আলম জানান, শনিবার ইউএনও, তার সহধর্মিণীসহ তিনজনের নমুনা সংগ্রহ করে রেপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এতে ৩ জনের নমুনায় করোনা পজিটিভ আসে। ইউএনও বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।