নীলফামারীর দুইটি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
নীলফামারী প্রতিনিধি।

নীলফামারী-৩ ও নীলফামারী-৪ সংসদীয় আসনে আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং নির্বাচনী বিধি অনুযায়ী শর্ত পূরণ না করায় দুই আসনের মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাইরুজ্জামান। শুক্রবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে বিকালে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
নীলফামারী-৩ (জলঢাকা) এই আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ২ জনের মনোনয়ন বৈধ এবং ২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। যাদের মনোনয়ন বাতিল হয়েছে রোহান চৌধুরী (জাতীয় পার্টি) আমজাদ হোসেন সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
যাদের মনোনয়ন বৈধ হয়েছে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী (বাংলাদেশ জামায়াতে ইসলামী) সৈয়দ আলী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি)
এই সিদ্ধান্তের ফলে নীলফামারী-৩ আসনে বর্তমানে ২ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ)
এই আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে ৪ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে রিয়াদ আরফান সরকার রানা (স্বতন্ত্র)
মামুন অর রশিদ মামুন (স্বতন্ত্র),শাহরিয়ার ফেরদৌস (স্বতন্ত্র),জোবায়দুর রহমান (স্বতন্ত্র)
বৈধ হয়েছে যাদের মনোনয়ন আব্দুল গফুর সরকার (বিএনপি), হাফেজ আব্দুল মুনতাকিম (জামায়াতে ইসলামী) সিদ্দিকুল আলম সিদ্দিক (জাতীয় পার্টি),শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাইরুজ্জামান জানান, যথাযথভাবে প্রয়োজনীয় তথ্য প্রদান না করা, হলফনামায় ত্রুটি এবং নির্বাচনী আইন অনুযায়ী শর্তসমূহ পূরণ করতে না পারায় এই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।