নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদানের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন।
বুধবার (২২ মার্চ) নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গনভবন থেকে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ে নীলফামারী সদরে ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম।
শান্ত/অননিউজ