মধ্য রাতে নীলফামারীর পঞ্চপুকুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওয়ালটন শোরুম ও এজেন্ট ব্যাংক সহ ৯টি দোকান ভষ্মিভুত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ।
নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর বাজারে (মঙ্গলবার ২০ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার পর বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে এই আগুন ছড়িয়ে পড়ে মার্কেটে । আগুনের লেলিহান শিখায় নিমিষেই পুড়ে যায় ১১ টি দোকান ঘর। পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওহিদুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি ওয়ালটন শোরুম ও এজেন্ট ব্যাংক সহ ৯ টি দোকান ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকার মত।
নীলফামারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com