নীলফামারীর সৈয়দপুরে মাইক্রো বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার (২৬অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় সময় উপজেলার খাতামধুপুর ইউনিয়নে হামুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানিয়েছে,,স্কুল ছাত্র তরিকুল(১৪) এলাকায় এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিল। এ সময় হামুরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তরিকুল সড়কে পড়ে গেলে মাইক্রোবাসটি তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যায় তরিকুল।
নিহত তরিকুলের মামা ছামেদুল ইসলাম বলেন, মাইক্রোবাস চালক ফরতাজ (২৫) বাড়ি একই গ্রামেই।চালক নিজে না চালিয়ে তার ভাতিজা সোহেল (১৩) দ্বারা মাইক্রোবাস চালিয়ে রংপুরে তারাগঞ্জের দিকে যাচ্ছিলেন। চালক ফরতাজ আমার স্কুল পড়ুয়া ভাগিনাকে পরিকল্পিত ভাবে মেরে ফেলেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com