নীলফামারী ১- ডোমার ডিমলায় বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার (নৌকা প্রতীক), ২- সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর (নৌকা প্রতীক), ৩- জলঢাকা সাদ্দাম হোসেন পাভেল (কাঁচি প্রতীক), ৪- সৈয়দপুর কিশোরগঞ্জ সিদ্দিকুল আলম সিদ্দিক ( কাঁচি প্রতীক) নিয়ে জয়লাভ করেন।
নীলফামারী-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতিকে তিনি পেয়েছেন ১লাখ ১৯হাজার ৯৩২ ভোট।
তার নিটকতম প্রতিদ্বন্ধি প্রার্থী ছিলেন জাতীয় পার্টির তছলিম উদ্দিন। লাঙল প্রতিকে তিনি ভোট পেয়েছেন ২৪হাজার ৬৬১ ভোট।
প্রতিদ্বন্ধি অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের জাফর ইকবাল সিদ্দিকী নোঙর প্রতিকে ১৩ হাজার ২১৭, তৃণমুল বিএনপি’র এনকে আলম চৌধুরী সোনালি আঁশ প্রতিকে ১হাজার ৫৮০, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্র›ণ্ট্রের সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতিকে ৪৮৭, জাতীয় পার্টি(জেপি) এর মকদুম আজম মাশরাফি বাইসাইকেল প্রতিকে ৪৯৫ এবং স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী ট্রাক প্রতিকে ৭৩৫৭ ভোট পান।
নীলফামারী-২ আসনে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতিকে তিনি ১লাখ ১৯হাজার ৩৩৯ ভোট পান।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হয়ে টানা পঞ্চম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। ট্রাক প্রতিকে তিনি পান ১৫হাজার ৬৮৪ভোট।
প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির শাহজাহান আলী চৌধুরী লাঙল প্রতিকে ৩হাজার ৮৪৩ এবং বাংলাদেশ কংগ্রেস এর মোরসালীন ইসলাম ডাব প্রতিকে ৭৩২ ভোট পান।
নীলফামারী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। কাঁচি প্রতিকে তিনি ৩৯হাজার ৩২১ ভোট পান।
তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা। ঈগল প্রতিকে তিনি পান ২৫হাজার ২০৫ ভোট।
এছাড়া প্রতিদ্বন্ধি অন্যান্য প্রার্থীদের মধ্যে তৃণমুল বিএনপির খলিলুর রহমান সোনালী আঁশ প্রতিকে ২৪৮, বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর হাতঘরি প্রতিকে ১০৮১, গণতন্ত্রী পার্টির মোজাম্মেল হক কবুতর প্রতিকে ১১৯৩, জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেল লাঙল প্রতিকে ১০ হাজার ২২৮, স্বতন্ত্র প্রার্থী কাজী ফারুক কাদের কেটলি প্রতিকে ৯৯২৫, স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ শামীম মোড়া প্রতিকে ৩৮ ও স্বতন্ত্র প্রার্থী হুকুম আলী ট্রাক প্রতিকে ৯৪ ভোট পান।
নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক বেরসকারী ভাবে নির্বাচিত হয়েছেন। কাচি প্রতিকে তিনি ৬৯হাজার ৯১৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন মোখছেদুল মোমিন। ট্রাক প্রতিকে তিনি পান ৪৫হাজার ৩০১ ভোট।
বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং অফিসার পঙ্কজ ঘোষ জানান, প্রতিদ্বন্ধি অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির আহসান আদেলুর রহমান লাঙল প্রতিকে ৪১ হাজার ৩১৩ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সাজেদুল করিম নোঙর প্রতিকে ২৮৪ ভোট, তৃণমুল বিএনপির ড. আব্দুল্লাহ আল নাসের সোনালী আঁশ প্রতিকে ৬৭৩ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের আজিজুল হক মশাল প্রতিকে ১৮৮ ভোট এবং এনপিপির আব্দুল হাই সরকার আম প্রতিকে পান ১৭৫ ভোট।
এফআর/অননিউজ