 
     নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর মৌলভীর হাটের যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর মৌলভীর হাটের যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে নীলফামারীর মর্গে পাঠিয়েছে।কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শরীফ আহম্মেদ জানান যাত্রী ছাউনি থেকে উদ্ধার হওয়া লাশের মুখ থেকে লালা পড়তে দেখা যায়। ধারনা করা হচ্ছে কে বা কারা লাশটি রাতে এখানে ফেলে পালিয়ে যায়।