নীলফামারী খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়। আওয়ামী লীগ প্রার্থী প্রশান্ত রায় নৌকা প্রতিকে ৪৯২০ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্দি স্বতন্ত্র প্রার্থী আশফাউদৌলা সিদ্দিকী খোকন চশমা প্রতিক নিয়ে ৪১১৬ ভোট পেয়েছেন। মাসুদ রানা মাসুম টেলিফোন প্রতিক নিয়ে ২৩৩৪ ভোট, মাসুদ রানা সাবদের আনারস প্রতিকে ২৭০ ভোট, শশধর রায় টেবিল ফ্যান প্রতিকে ৩০৯, মঞ্জুরুল ইসলাম ঘোড়া প্রতিকে ১২২, ইসলামী আন্দোলনের নাঈমুর রহমান হাত পাখা প্রতিকে পেয়েছেন ২২৫ ভোট, তহিদুল ইসলাম মটর সাইকেল প্রতিকে ১৭১৪ ভোট এবং পঙ্কজ রায় অটো রিক্সা প্রতিকে ১৯৫৩ ভোট পেয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা আফতাব উজ জামান নিশ্চিত করছেন। তিনি বলেন, ১৯ হাজার ৭৯১টি ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ১৬ হাজার ০৫টি। এবারে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারা ইভিএম এ ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দীর্ঘ ১১ বছর সীমানা জটিলতা মামলার কারণে আটকে ছিল এই ইউনিয়ন পরিষদের নির্বাচন।