কর্মকর্তা-কর্মচারীদের অশালীন ভাষায় গালিগালাজ করার ঘটনা রিতিমতো নিয়মে পরিনত হওয়ার অভিযোগ পাওয়া গেছে রাকাব, নীলফামারী জোনাল কার্যালয়ে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নীলফামারী জোনাল কার্যালয়ের জোনাল ব্যবস্থাপক, শাহিনুর ইসলামের বিরুদ্ধে বিস্তর অভিযোগ কর্মকর্তা-কর্মচারীদের।
লিখিত অভিযোগে জানা গেছে, তিনি অধিনস্তদের এমন সব ভাষায় গালিগালাজ করেন, যা মুখে আনা যায় না। তিনি কথায় কথায় অধিনস্তদের কি খেয়ে চাকরী করেন, চুরি ছাড়া কিছুই বোঝেননা এমনসব অশ্লীল ভাষায় কথা বলা ছাড়াও গায়ে হাত তুলতে চান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি অফিসে যোগদানের পর থেকেই নানা অনিয়মের আখড়ায় পরিনত হয়েছে জোনাল কার্যালয়। এমন অভিযোগ নাম প্রাকাশে অনিছুক কর্মকর্তা-কর্মচারীদের। তিনি যোগদানের পর থেকেই অফিসের একটি রুমকে আবাসীকে পরিনত করেছেন। সেখানেই থাকা খাওয়া এমনকি ব্যাংকে বিদ্যুৎ দিয়েই হচ্ছে ওনার রান্না-বান্নাসহ দৈনন্দিন কাজকর্ম।
অভিযোগ উঠেছে, তিনি অফিসে থাকলেও নিয়মিত বাসা ভাড়া নিচ্ছেন ব্যাংক থেকে। এসব ঘটনায় রাকাবের ভিতরে বাহিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এব্যাপারে গতকাল জোনাল কার্যালয়ে যোগাযোগ তাকে পাওয়া য়ায়নি। তিনি রংপুরে রয়েছেন বলে অফিস সূত্র জানায়।