মঙ্গলবার সকাল ১১ টার দিকে ডিমলা উপজেলা সদরের বাবুরহাটে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এসময় মোটরসাইকেল আরোহী বিশ্বনাথ রায় (৩৫) ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ডিমলা উপজেলার তীত পাড়ার ভাটিয়াপাড়া এলাকায় মিরানাথ রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নীলফামারী থেকে ডিমলা যাচ্ছিল একটি ট্রাক অপরদিকে ডিমলা থেকে নীলফামারী আসছিল মটর সাইকেলে বিশ্বনাথ রায় বাবুর হাটে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় বিশ্বনাথ রায়।
ডিমলা থানার ডিউটি অফিসার জেসমিন আক্তার জানান, (ঢাকা মেট্র -ট- ৭১৮৩) ট্রাকটি আটক করে মৃত দেহ থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়েছে।
আয়েশা আক্তার/অননিউজ24