২১ আগস্ট আওয়ামীলীগের জনসভায় শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগস্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রর্দক্ষিণ শেষে জাতির পিতার প্রতিকৃর্তিতে পুষ্পার্ঘ অর্পন ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: আনোয়ারুল হক সরকার মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নীলফামারী-১ আসনের সাংসদ ও আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। অন্যান্য মধ্যে ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক কমিটির সদস্য ইমরান চৌধুরী জনি, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: লুৎফর রহমান, যুবলীগের যুগ্ম আহবায়ক মো: ফেরদৌস পারভেজ, ছাত্রলীগের আহবায়ক মো: আবু সায়েম সরকার, সাধারন সম্পাদক আব্দুর রশিদ লেবু সহ আও.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।