খাদ্য গুদামে এনএসআই পরিচয় দিয়ে প্রতারণার সময় মোঃ শাহজাহান আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জে। এসময় তার সাথে থাকা প্রাইভেট কার সহ চালককেও গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ২ টার পড়ে কিশোরগঞ্জ খাদ্য গুদাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহজাহান আলী সৈয়দপুর ডা.জহুরুল হক রোড নতুন বাবু পাড়া এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে ও ড্রাইভার মো. আতাউর রহমান সৈয়দপুর সোনাখুলি নলছাপাড়া এলাকার কেতাব আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, একটি প্রাইভেট কারে করে কিশোরগঞ্জ খাদ্য গুদামে(এলএসডি) এসে সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরকে প্রতারণার উদ্দেশ্যে নানা ভাবে ভয় ভীতি দেখান খাদ্য গুদাম কর্মকর্তার সন্দেহ হলে তাদের আটক করে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে তাদের গ্রেফতার করে।
এবিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় জানিয়েছেন, ঘটনাস্থলে প্রাথমিক সত্যতা পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এঘটনায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত ককর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আগামীকাল (শুক্রবার) তাদের আদালতে পাঠানো হবে।