নীলফামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে হামিদুর রহমানের বিরুদ্ধে । নীলফামারী শহরের জুম্মা পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তারিকুর জামান তারিখ ও তার স্ত্রী হোসনেয়ারা সাথীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে নেসকো এর মিটার রিডার হামিদুল ইসলাম ও তার দুই ভাই হাসান ও রফিকুল বাবু এর বিরুদ্ধে ।( ১২ ই আগস্ট শুক্রবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এলাকায় বিরোধের সৃষ্টি হয়।সন্ধ্যায় স্থানীয় ৭নং ওয়াডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুক্তি বিষয়টি মিমাংসা করার জন্য তারিকুজ্জামান তারিখ কে বাড়ি থেকে ডেকে আনলে প্রতিপক্ষ হামিদুল, হাসান ও রফিকুল বাবু কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুক্তির সামনে মারধর করে।
এবিষয়ে ৭নং ওয়াড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার সামনে তারা তারিখের গায়ে হাত দিয়েছে এটা সত্য।
তারিকুজ্জামান তারিখ ও তার স্ত্রী হোসনে আরা সাথী জানান আমরা নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি রয়েছি। বাসা থেকে বের হলে ওরা আমার ছেলে নয়ন কে মেরে ফেলবে।
এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।