নীলফামারী সদর সাব- রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির তৃবার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ লিয়াকত অলী সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুল্লাহ শাহ ৪৫ ভোট ও মোঃ হারুন অর রশিদ ৪৫ ভোট পেয়ে য়ুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৮ সদস্য বিশিষ্ট এই কমিটি ১ জানুয়ারী ২০২২ থেকে ৩ বছর দায়িত্ব পালন করবে। ২২ ডিসেম্বর নির্বাচন কমিশনের অধীনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারন সদস্য হিসেবে নির্বাচিত হন (১) মোঃ নজরুল ইসলাম সরকার (২) মোঃ জীয়ারুল ইসলাম মোল্লা (৩) মোঃ কামরুজ্জামান সরকার (৪) মোঃ জিল্লুর রহমান শাহিন (৫) মোঃ গোলাম রব্বানি।
আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে পহেলা জানুয়ারি ২০২২ থেকে এই কমিটি দায়িত্বভার গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আমজাদ আলী সরকার।
নির্বাচনে ৯৫ জন দলিল লেখক তাদের ভোটাধিকার প্রয়োগ করে । ২০০৪ সালে ও সমান সংখ্যক ভোট পেয়ে যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল বলে জানান নির্বাচন কমিশন এতে সংবিধান কোন ভাবেই সংবিধানের নীতিমালা লংঘন করে না।
আয়েশা আক্তার/অননিউজ24