আনন্দঘন পরিবেশে নীলফামারী দারোয়ানি উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২২ নভেম্বর সকাল দশটা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত চলা এই নির্বাচনে ৩০০ জন অভিভাবকের মধ্যে ২৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইটিং অফিসার মোহাম্মদ আলী শাহরিয়ার সন্ধ্যা ছয়টার দিকে ভোট গণনা শেষে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।
অভিভাবক সদস্য মোঃ আব্দুস সালাম ২০২, মোহাম্মদ আশিকুল ইসলাম ১৯৫, মোহাম্মদ নূর সালাম ১৮৩, মোঃ নুর ইসলাম ১৭৪, ভোট পেয়ে হাইমুন ফরিদ শাহ প্যানেল বিজয়ী হয়।
দারোয়ানী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হরিপদ রায় জানান বিদ্যালয়ে নিরপেক্ষ নির্বাচনের জন্য কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় সকল রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।