শুক্রবার সরকারি অফিস ছুটি থাকলেও রাত দশটা পর্যন্ত জাতীয় পতাকা উড়তে দেখা গেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বড়ভিটা ইউনিয়ন ভূমি অফিসে।
এলাকাবাসীর অভিযোগ বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও সেটি আর নামানো হয়নি।
গত বৃহস্পতিবার দুপুরের পর অফিস বন্ধ করে চলে যায় তহশিলদার ও অফিস সহায়ক। প্রায় দিনই জাতীয় পতাকা উড়তে দেখা যায় বড়ভিটা ইউনিয়ন ভূমি অফিসে। শুক্রবার ২৪ ডিসেম্বর রাত ১০ টা পর্যন্ত উড়তে দেখা গেছে জাতীয় পতাকাটি।
এলাকা বাসী মামুন, মনজুরুল, তিতুমির, সহ স্থানীয়রা জানায় সরকারী নিয়ম মেনে অফিস করেন না ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আজিজুল ইসলাম ও অফিস সহায়ক মৃত্তন রায়।
এ বিষয়ে জানতে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আজিজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। অফিস সহায়ক মৃত্তুন রায় বলেন, বৃহস্পতি বার একটু তারা তারি অফিস থেকে চলে আসাতে পতাকা নামাতে ভুল হয়ে গেছে।
আয়েশা আক্তার/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com