নীলফামারী প্রতিনিধি।। নীলফামারী রিপোর্টার ক্লাবের দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এই সংগঠনটি সাংবাদিকতার মুল ধারার সংবাদ কর্মীদের নিয়ে পরিচালিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার ২৮ আগষ্ট নীলফামারী রিপোর্টার ক্লারের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন সাংবাদিকদের উপস্থিতিতে জেলা প্রতিনিধিদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে দৈনিক নীল কথার চীফ রিপোর্টার সম্পাদক মোঃ নূরে আলম বাবুকে সভাপতি, এম আবুল হোসেন শাহ্, দৈনিক ভোরের পাতা সিনিয়র সহ-সভাপতি, দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি সুভাষ বিশ্বাসকে সাধারণ সম্পাদক, জবস টিভির স্টাফ রিপোর্টার সালাউদ্দিন সুমনকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মানিক মন্ডল দৈনিক একুশে সংবাদকে সাংগঠনিক সম্পাদক, ডিআরবি টিভি প্রতিনিধি মোঃ সোহাগ ইসলামকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উল্লেখ থাকে যে, এই কমিটি কোনো সংগঠনের কাছে দায়বদ্ধ নয়, সাংবাদিকদের স্বার্থ সংরক্ষন, সমস্যা ও সম্ভবনা নিয়ে কাজ করার অঙ্গীকার করে আগামীর পথ চলা শুরু করেছে।
আর/জে/অননিউজটুয়েন্টিফোর