আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের দুঃশাসন ও সর্বগ্রাসী দূর্নীতিসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নীলফামারী সদর উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌর মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সহ-সভাপতি বাচ্চু প্রধান, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক রেদোয়ান বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি মাহাবুব-উর-রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আযম, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স প্রমূখ।
বক্তরা বলেন, নিশি রাতে জনগনের ভোটাধীকার কেড়ে নিয়ে ক্ষমতায় আসা আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের ভয়াবহ দুঃশাসনে দেশের তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি ও সর্বগ্রাসী দূর্নীতিতে ছেয়ে গেছে দেশ। দেশের মানুষ এই ফ্যাসিষ্ট অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না। তাই আগামী দিনের কঠোর আন্দোলনের ডাক দিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ দেশের জনগনকে মুক্ত করতে হবে।