নীলফামারী-১ আসনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে দলীয় মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন

​নীলফামারী প্রতিনিধি।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন পুনঃবিবেচনা করে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে মনোনয়ন প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২৭ ডিসেম্বর) ডিমলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণের পক্ষে এই দাবি উত্থাপন করা হয়। ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে এ সংক্রান্ত একটি লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রাইসুল আলম চৌধুরী।লিখিত বক্তব্যে তিনি বলেন তৃণমূলের জনপ্রিয়তা ১৯৯৪ সাল থেকে আজ পর্যন্ত ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের নেতৃত্বে ডোমার-ডিমলায় বিএনপি একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। তার জনপ্রিয়তার কারণে নীলফামারীর অন্যান্য আসনগুলোতেও ধানের শীষের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

বিগত নির্বাচনের প্রেক্ষাপট ২০১৮ সালের নির্বাচনে তার অবর্তমানে তার পিতা শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোট পেয়েছিলেন। অথচ জোটগত কারণে বর্তমান প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর ভোট প্রাপ্তি ছিল অত্যন্ত নগণ্য।

নেতাকর্মীদের দাবি বর্তমানে এলাকায় মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সাংগঠনিক কোনো তৎপরতা নেই এবং তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। পক্ষান্তরে, শাহরিন ইসলাম তুহিন দেশে প্রত্যাবর্তন করে আইনি প্রক্রিয়ায় কারামুক্ত হওয়ার পর এলাকায় জোয়ার সৃষ্টি হয়েছে।

​আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে শাহরিন ইসলাম তুহিনের বিকল্প নেই। জোটের মনোনয়ন বাতিল করে তাকে দলীয় মনোনয়ন দিলে নীলফামারীর প্রতিটি আসনে বিএনপির অবস্থান সুসংহত হবে।”

​এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা সহ ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের (পশ্চিম ছাতনাই, বালাপাড়া, ডিমলা সদর, খগাখড়িবাড়ী, গয়াবাড়ী, নাউতারা, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, টেপা খড়িবাড়ী ও পূর্ব ছাতনাই) সভাপতি ও সাধারণ সম্পাদক।

​নেতৃবৃন্দ বিএনপির হাইকমান্ডের কাছে আবেদন জানিয়ে বলেন, জনগণের মনের ভাষা বুঝে দ্রুত যেন এই আসনে প্রার্থী পরিবর্তন করে শাহরিন ইসলাম তুহিনকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়।

আরো দেখুনঃ