নীলফামারী-১ আসনে জোটের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ বিএনপির

​নীলফামারী প্রতিনিধি।

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে জোটগত প্রার্থী হিসেবে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নীলফামারী জেলা বিএনপির পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের জোটের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আনুষ্ঠানিক নির্দেশ প্রদান করা হয়েছে।

​জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, জোটের সিদ্ধান্ত মোতাবেক মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

​চিঠিতে জেলা বিএনপির পক্ষ থেকে কমিটির সদস্যদের উদ্দেশ্য করে বলা হয়, দেশ ও জোটের স্বার্থে সকল কিছুর ঊর্ধ্বে থেকে আসন্ন নির্বাচনে জোট প্রার্থীর পক্ষে অংশগ্রহণ করা অতীব জরুরী। চিঠির মাধ্যমে নির্বাচনী এলাকায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

​উল্লেখ্য, এই চিঠির অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকেও প্রদান করা হয়েছে।

​এই নির্দেশনার ফলে নীলফামারী-০১ আসনে বিএনপি ও তার মিত্র দলগুলোর মধ্যে নির্বাচনী তৎপরতা আরও বেগবান হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

আরো দেখুনঃ