পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের আসনেই মনোনয়নপত্র দাখিল করেছেন তার নিজ দলের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম। এছাড়াও তিনি পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার বিকাল ৩টার সময় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা ও পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়ন দাখিলের বিষয়ে শহিদুল ইসলাম ফাহিম বলেন, ‘একজন প্রার্থী একাধিক আসনে মনোনয়নপত্র জমা দিতে পারেন এটি নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী বৈধ। পটুয়াখালী যেহেতু তার নিজ জেলা, সে কারণেই তিনি এই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন।’
তিনি আরও বলেন, ‘দলের সভাপতি ভিপি নূর ইতোমধ্যে এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এতে কোনো সমস্যা নেই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য এখনো সময় রয়েছে।’
গণঅধিকার পরিষদের সভাপতি পটুয়াখালী-৩ দশমিনা গলাচিপা আসনের প্রার্থী নুরুল হক নুর বলেন, ‘আমার দলের কোনো প্রার্থী এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন কিনা সে বিষয়টি আমার জানা নেই।’
এ সময় গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্রঃindependent
আই/অননিউজ২৪।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com