নেতানিয়াহুর ঘোষণার পর গাজায় ব্যাপক হামলা, নিহত অন্তত ১৮

অনলাইন ডেস্ক।।

প্রতিবেদন বলছে, মঙ্গলবার রাতে গাজা সিটির সাবরা ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসে এসব হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা এসব হামলাকে ভয়াবহ অভিহিত করেছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘোষণার পর গাজাজুড়ে হামলা চালিয়েছে আইডিএফ। এতে অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, মঙ্গলবার রাতে গাজা সিটির সাবরা ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসে এসব হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা এসব হামলাকে ভয়াবহ অভিহিত করেছেন।

এর আগে গাজায় অবিলম্বে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার অভিযোগ হামাস যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন করেছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন ইসরায়েলের কাছে জিম্মিদের মরদেহ বুঝিয়ে দিতে শর্ত মানছে না বলেও অভিযোগ নেতানিয়াহুর।

এদিকে, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে বিনিময় চুক্তিতে মুক্ত ফিলিস্তিনিদের পুনরায় গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। তবে এক বিবৃতিতে হামাস বলছে, ইসরায়েল গাজায় ভয়াবহ পদক্ষেপ নিতে মিথ্যার আশ্রয় নিয়েছে।

সূত্রঃ independent
আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ