গত ০৭ নভেম্বর, ২০২১ তারিখ ১৩.৫৫ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মি. জন রানা এর নেতৃত্বে ‘‘পাবনা জেলার সদর থানাধীন শহরস্থ ০২নং নিহারিকা মার্কেট সোনাপট্টি গেইটে অবস্থিত অহনা ফার্মেসী সোনাপট্টি এর দোকানের সামনে’’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী মোঃ মাহবুবুল ইসলাম মিলন (৪৪), পিতা- মৃত-মোফাক্ষারুল ইসলাম, সাং-বলরামপুর, থানা- পাবনা সদর, জেলা-পাবনা’কে গ্রেফতার করে।
গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে বিদেশী বিয়ার (৩৪ ক্যান) ১১,২২০ (এগার হাজার দুইশত বিশ) মি. লি. মূল্য আনুমান ৩৪ঢ৫০০ = ১৭,০০০/- (সতের হাজার) টাকা অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিদেশী বিয়ার, মোবাইল-০১টি, সীম কার্ড-০২টি সহ উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিদশেী বিয়ার নিজ হেফাজতে রেখে নিজ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হচ্ছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।