নোবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ অক্টোবর
অনলাইন ডেস্ক।।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস আগামী ২২ অক্টোবর শুরু হবে।এরমধ্যে প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের আগামী ৬ থেকে ৮ অক্টোবরের মধ্যে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও ভর্তি কমিটির সচিব মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গুচ্ছভুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী বিষয়প্রাপ্ত হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছে এবং যারা চূড়ান্ত মেধাতালিকায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিষয়প্রাপ্ত (মেধাতালিকা) হয়েছে সেসকল শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ৬-৮ অক্টোবর তারিখের মধ্যে সম্পন্ন হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,চূড়ান্ত ভর্তির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে শিক্ষার্থীদের (বিষয়প্রাপ্ত) নিজ নিজ প্রোফাইলে লগইন করে প্রাথমিক ফি বাবদ ইতঃপূর্বে জমাকৃত পাঁচ হাজার টাকা বাদ দিয়ে অবশিষ্ট ভর্তি ফি ৮ অক্টোবর রাত ১১.৫৯ ঘটিকার মধ্যে জমা দিতে হবে এবং আগামী ৬-৮ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ ও পেমেন্ট সম্পন্ন করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। চূড়ান্তভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২২ অক্টোবর শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বিভাগ ভিত্তিক ভর্তি ফি উল্লেখ করে আরো বলা হয়েছে, ৮ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় ফি জমা প্রদান না করলে ভর্তি বাতিল হয়ে যাবে।ভর্তি সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এছাড়া বি ইউনিটের ৪ মে ওসি ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24