নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ব্যবসায়ী কামরুল শেখ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর ও আসামীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০জুলাই) বেলা ১১টায় চাঁচুড়ি বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বাজারের ব্যবসায়ী, নিহতের স্বজনরা, চাঁচুড়ী ও পুরুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
কামরুল শেখ হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে প্রতিবাদকারীরা চাঁচুড়ী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নড়াইল-কালিয়া সড়কের চাচুড়ী বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে আসামীদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আমিরুল ইসলাম মনি, চাঁচুড়ী বাজার বনিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা,¡ আওয়ামী লীগ নেতা মোল্যা ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা আশরাফুল বারী মিহির, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা রুকু মিয়া শেখ, পুরুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩০জুন পুরুলিয়া গ্রামের বাসিন্দা কামরুল শেখের বাড়িতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলঅ চালায়। এসময় কামরুল শেখকেনৃসংশভাবে কুপিয়ে হত্যা করে। এছাড়া নিহত কামরুলের দুই ভাইসহ ৪জনকে বেপরোয়াভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে।
কামরুল নিহতের ঘটনায় তার ভাই জাকির হোসেন বাদি হয়ে ৩২জনকে আসামী করে কালিয়া থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, এ মামলায় এখন পর্যন্ত ৩জনকে গ্রেফতার হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।