প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র রোগীসহ সর্বসাধারণের সর্বোচ্চ সেবাদানের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারে ‘জিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার’। বুধবার (৩০ মার্চ) দুপুরে ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে জিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সত্বাধিকারী মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা কামনা করে ও দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন কালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চাঁচুড়ী বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ¦ গোলাম মোস্তফা, ডাঃ আবুল ফজল, কালিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্যা, আওয়ামীলীগ নেতা লুৎফর মুন্সী, ডাঃ নিশিনাথ সাহা, চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সমাজ সেবক নাজির হোসেন মোল্যা, হায়দার মোল্যা প্রমুখ।
হাসপাতালের সত্বাধিকারী জিয়াউর রহমান বলেন, ‘নড়াইল জেলা শহর হতে ১৬ কিলোমিটার দূরে কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারে ৪তলা বিশিষ্ট ভবনে হাসপাতালের কার্যক্রম শুরু করা হয়েছে। জরুরী বিভাগের মাধ্যমে সার্বক্ষণিক সেবার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দেশের যেকোন বড় শহরের মতোই রোগীদের সেবা দেয়া হবে। অসহায় দু:স্থ্য রোগী ও বীরমুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়ার ইচ্ছা রয়েছে।
অনেকটা সাশ্রয়ী খরচেই এই হাসপাতালের মাধ্যমে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন রোগীরা।
এদিকে প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের একটি হাসপাতাল গড়ে ওঠায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।