নড়াইলের নড়াগাতী থানা ছাত্রলীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে নড়াগাতী আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
এছাড়া বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন-যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য কাজী সরোয়ার হোসেন।
নড়াগাতী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-কালিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান হিরা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সহ-সভাপতি মোর্তজা মোর্শেদ খান সৌধ, যুবলীগ নেতা শেখ নাদিম মাহমুদ, কালিয়া থানা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ, কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি এম এম তানবীরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রশান্ত দাস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়ামিন মোল্যাসহ অনেকে।