নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে ‘‘সার্বজনীণ কল্যাণে মাহে রমজান’’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ২নং লাহুড়িয়া ইউনিয়নের সুধীসমাজের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দাউদ হোসেন, আবুল কালাম আজাদ, মিনহাজ উদ্দীন, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।