নড়াইল সদরে নির্বাচিত ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর নড়াইল এর আয়োজনে প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলায় ১ হাজার ৫শত জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও এমওপি সার ১০ কেজি করে বিতরন করা হয়। এসব সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা। এছাড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা, উপকারভোগি কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন।