মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮শস আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগষ্ট) সকালে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নড়াইলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ যোবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইনের সঞ্চালনায় সভায় শ্রীকৃষ্ণের জীবন ও কর্মের ওপর বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীরমুক্তিযোদ্ধা তবিবুর রহমান খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, জেলা আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, অবসরপ্রাপ্ত প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু, নড়াইল আব্দুল হাই সিটি কলেজের সহকারী অধ্যাপক মলয় কুমার নন্দী, জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু, রমা রানী রায় প্রমুখ।
সভার শুরুতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও অনুষ্ঠান শেষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, পূজা উদযাপন কমিটির নেতারাসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com