নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে “ গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ ”শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নড়াইল জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা তথ্য কর্মকর্তার মোঃ ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে সভায় গ্রামীণ জনগোষ্ঠীর জীবন ধারার মানোন্নয়ন ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বিশেষ অতিথি জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান তাজমুল ইসলাম, জেলঅ ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, বিসিক জেলা কার্যালয়ের উপ-পরিচালক মামুনুর রশীদ, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্ট নড়াইলের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।
সমাবেশে বক্তারা গ্রামীণ জনগোাষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে এবং এ কার্যক্রম শক্তিশালীকরণ কিকি করনীয় সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি কর্মকর্তা,সাংবাদিক, বিভিন্ন শ্রেনী পেশার মহিলারা উপস্থিত ছিলেন।