নড়াইলে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে লোহাগড়া উপজেলার জয়পুর পূর্বপাড়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান।
বক্তারা, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক দিক তুলে ধরেন। এছাড়া শিক্ষা, বাল্য বিবাহের কুফল ও প্রতিরোধ, মাদকের কুফল ও প্রতিকার, নারীর ক্ষমতায়ন, লিগ্যাল এইড সহ জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।