নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
সোমবার (১৫ আগষ্ট) সকাল ৮টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলণের মধ্যদিয়ে শোকদিবসের কর্মর্সূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ড সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন বাসটার্মিনাল চত্বরে বঙ্গবন্ধরু মুর্যালে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে ওইস্থান থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
জেলা শিল্পকলা একাডেমি চত্বরের অস্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ, নড়াইল পৌরসভা ,নড়াইল প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, যুবঋনের চেক বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বে-সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজধারন, বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শোক র্যালী, আলোচনা সভা, যুবকদের মাঝে চেক বিতরণ, কবিতা,রচনা,চিত্রাংকন,হমদ-নাথ প্রতিযোগিতা, খাবার বিতরণ, বৃক্ষের চারা বিতরন, প্রামান্য চিত্র প্রদর্শন, দোয়া, বিশেষ প্রার্থনা ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে পালিত হচ্ছে।